ক্রাইমবাতা রিপোট,সাতক্ষীরা:নতুন বছর শান্তির বারি নিয়ে আসুক পৃথিবীর জন্য, যুদ্ধ বন্ধ হয়ে শান্তি ফিরুক-এমন কামনায় শেষ হলো এবারের মঙ্গল শোভাযাত্রা। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়িসহ গ্রাম বাংলার প্রাচীণ ঐতিহ্যবাহী জিনিসপত্র সাজানো হয়।
লোকজ সংস্কৃতিকে ধারণ করে এবারের মঙ্গল শোভাযাত্রা সাজানো হয় মায়ের কোলে সন্তান, বাঘ, ময়ূর, মোরগ, ভেড়া, নীল গাই প্রভৃতি। এর বাইরেও শোভাযাত্রায় অংশ নেওয়া হাজারো মানুষের হাতে ছিল বিভিন্ন রকমের পুতুল, মুখোশ ইত্যাদি। বাহারি পোশাকে নারী, পুরুষ, শিশু নির্বিশেষে অংশ নেয় শোভাযাত্রায়।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।