ভয়াবহ আগুনে জ্বলছে রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটের তিনতলা ভবনটি। আগুনের ধোঁয়ার কুণ্ডলীতে পুরো নিউ মার্কেট এলাকা আচ্ছন্ন হয়ে গেছে। আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় সাড়ে চার ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ, বিমান, বিজিবি ও র্যাব সদস্যরা। আগুনের ধোঁয়ায় ফায়ার সার্ভিসের কর্মী সহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। এরমধ্যে ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন ১০ জন।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, বাতাসের কারণে বেশ ধোঁয়া হচ্ছে। এতে অন্ধকারে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ীরা। মার্কেটের সামনে তাদের আহাজারি করতে দেখা যায়।
ব্যবসায়ীদের কেউ কেউ নিজেদের দোকান থেকে অক্ষত মালামাল বের করে আনার চেষ্টা করছেন। এদিকে মালামাল চুরি ঠেকাতে পাহারা দিচ্ছেন বিজিবি সদস্যরা।
ব্যবসায়ীরা দাবি করেছেন, অরক্ষিত বৈদ্যুতিক লাইনের কারণে শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, এক লাইন থেকে একাধিক সংযোগ দেয়ার কথা।