কলারোয়ায় শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে ইঞ্জিন ভ্যান বিতরণ

কলারোয়া প্রতিনিধিঃসাতক্ষীরার কলারোয়ায় দুস্থ শ্রমিকের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সোমবার (২৪ এপ্রিল) কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ ইঞ্জিন ভ্যান বিতরণ করা হয়।
ফেডারেশনের এর উপজেলা সভাপতি মাহবুবর রহমানের পরিচালনায় ও সাধারণ সম্পাদক মশিউর রহমান এর উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেডারেশনের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হামিদ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলার প্রচার সম্পাদক আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ জনাব আব্দুল গফুর ,বিশিষ্ট সমাজসেবক রমজান আলী, শ্রমিক নেতা মতিউর রহমান, কামরুজ্জামান, রফিকুল ইসলাম, ইমামুল ইসলাম, জহিরুল ইসলাম, আঃ কুদ্দুস, শফিকুল ইসলাম, শিক্ষক ও ইমাম জনাব মাও. আলাউদ্দীন, আফজাল হোসেন ও সেলিম রেজা প্রমুখ।

এ সময় আলোচকবৃন্দ বলেন সমাজে জনসংখ্যার একটা বিশাল অংশ হতদরিদ্র ও শ্রমজীবী। এই জনগোষ্ঠীকে অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন-অগ্রগতি সম্ভব নয়। প্রতি বছর কিংবা কিছুদিন পর পর এইসব মানুষকে একটু একটু সহযোগিতা না করে স্থায়ী রোজগারের একটা ব্যবস্থা করতে পারলে ব্যক্তি সমাজ এবং জাতি উপকৃত হবে। সমাজে বৈষম্য দূর হবে এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।

Check Also

ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার বর্ষপূর্তি উদযাপন ও কমিটি গঠন 

সভাপতি মোঃ আব্দুর রহিম (জনতা ব্যাংক), সম্পাদক কবির উদ্দিন (আল আরাফাহ ইসলামি ব্যাংক) আব্দুল্লাহ আল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।