সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্টে ২ জনের মৃত্যু

সাতক্ষীরায় ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মেশিনে ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াকুব আলী সরদার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব আলী সরদার (৫০) সদর উপজেলার বকচরা গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে।
মৃতের বড় ভাই আইয়ুব আলী জানান, ইয়াকুব আলী সকাল থেকে নিজ বাড়ির উঠানে ইলেক্ট্রিক ধান ঝাড়া মেশিনে ধান মাড়াই করছিলেন। এ সময় মেশিনটি বৈদ্যুতায়িত হলে তিনি তাতে জড়িয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জাননো হবে।#

শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ জহিরুল ইসলাম (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৪ মে) দুপুর ২টার দিকে নকিপুর গ্রামে ছাঁদে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল পেশায় কাপড় ব্যবসায়ী, নকিপুর গ্রামে আতিয়ার রহমান ওরফে দুনু গাজীর পুত্র।

পারিবারিক সূত্রমতে, দুপুরে প্রবল বৃষ্টির পর ছাঁদের পানি নিষ্কাশনের সময় অসাবধানবশত বিদ্যুতের মেইন তারের সাথে স্পৃষ্টে ছিটকে নিচে পড়ে গুরত্বর আহত হয় সে।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সিরুজ্জামান তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে বাজার ব্যবসায়ী অসাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Please follow and like us:

Check Also

আগামী বছর এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার

২০২৫ সালে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।