কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐহিত্যবাহী পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের১৯ বস্তা দানের টাকা গণনা শেষ হয়নি। রূপালী ব্যাংকের কাউন্টিং মেশিনে বিকাল সাড়ে ৪টা নাগাদ ৫ কোটি টাকা গণনা হয়েছে। তখনও দুই সারি টাকার স্তূপ গণনা বাকি।
মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত থেকে টাকা গণনা তদারকি করেন।
এর আগে গত ৭ জানুয়ারি দানবাক্সে পাওয়া যায় ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। সঙ্গে ছিল বিদেশি মুদ্রা ও সোনা-রূপার অলংকার। এবারও বিদেশি মুদ্রার সঙ্গে অলংকার পাওয়া গেছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ জানান, টাকাগুলো গণনা শেষ করে রূপালী ব্যাংকে মসজিদের হিসেবে জমা করা হবে।