পাগলা মসজিদ: ১৯ বস্তা দানের টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি:   কিশোরগঞ্জের ঐহিত্যবাহী পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের১৯ বস্তা দানের টাকা গণনা শেষ হয়নি। রূপালী ব্যাংকের কাউন্টিং মেশিনে বিকাল সাড়ে ৪টা নাগাদ ৫ কোটি টাকা গণনা হয়েছে। তখনও দুই সারি টাকার স্তূপ গণনা বাকি।

মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত থেকে টাকা গণনা তদারকি করেন।

 দুই সারি টাকার স্তূপ গণনা বাকি-সমকাল 

এর আগে গত ৭ জানুয়ারি দানবাক্সে পাওয়া যায় ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। সঙ্গে ছিল বিদেশি মুদ্রা ও সোনা-রূপার অলংকার। এবারও বিদেশি মুদ্রার সঙ্গে অলংকার পাওয়া গেছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ জানান, টাকাগুলো গণনা শেষ করে রূপালী ব্যাংকে মসজিদের হিসেবে জমা করা হবে।

Please follow and like us:

Check Also

ফেসবুকে পোস্ট দিয়ে সন্তান নিয়ে ট্রেনের নিচে নারীর ঝাঁপ: মারা যান মা-ছেলে

হাজীগঞ্জে এক বছরের সন্তান আব্দুর রহমানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন মা তাহমিনা (২৩)। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।