সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সিটি কলেজে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রতারণা, জালিয়াতি ও তথ্য গোপনের মাধ্যমে জুনিয়র শিক্ষককে এমপিও ভুক্তিকরণের অভিযোগে এক মামলায় সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগপত্রে অবৈধভাবে এমপিওভুক্ত হয়ে চার শিক্ষকের বেতন-ভাতা বাবদ সরকারের ২০ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। গত বুধবার এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ আদনান জানান, শিগগিরই আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হবে।

অভিযোগপত্রে আসামি করা হয়েছে সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ, বাংলা বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক এসএম আবু রায়হান, দর্শন বিভাগের প্রভাষক শেখ নাসির আহমেদ এবং হিসাববিজ্ঞানের প্রভাষক অরুণ কুমার সরকারকে।

জালিয়াতি, প্রতারণা ও তথ্য গোপনের মাধ্যমে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে জুনিয়র ওই চার শিক্ষককে এমপিওভুক্তিকরণের অভিযোগে অধ্যক্ষসহ পাঁচজনের বিরুদ্ধে গত বছরের ৯ মার্চ দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস। এরপর দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায়কে এ মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গত এক বছর তদন্ত শেষে সম্প্রতি কমিশনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। প্রতিবেদনে এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের সুপারিশ করলে দুদক তা অনুমোদন দেয়।৷

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।