সাতক্ষীরায় নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণের লক্ষ্যে ব্যাংকার-উদ্যোক্তা সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সিএমএসআই ও নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণের লক্ষ্যে ব্যাংকার-উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্বাবধানে বুধবার সকাল ১০টায় সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস.এম হাসান রেজা।

সোনালী ব্যাংক লিমিটেড খুলনার জেনারেল ম্যানেজার মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সোনালী ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: আব্দুস সালাম, বিসিক সাতক্ষীরার উপ-ব্যবস্থাপক গোলাম সাকলাইন, সোনালী ব্যাংক সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের ডিজিএম মো: শাহ আলম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনালী ব্যাংক সাতক্ষীরা অফিসের এজিএম মো: মশিয়ার রহমান। পরে নারী উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন ব্যাংকের ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ

সমাবেশে প্রধান অতিথি বলেন, নারী উদ্যোক্তা তৈরি করতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। তবে ব্যাংকের নিয়মনীতিগুলোও মানতে হবে। নারী উদ্যোক্তারা যাতে সহজ শর্তে ঋণ পেতে পারে তার সকল ব্যবস্থা করা হবে। তবে কেউ খেলাপী করবেন না। ব্যাংক অব্যশই আপনাদের পাশে থাকবে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।