স্মার্ট সাতক্ষীরা বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরাকে স্মার্ট সাতক্ষীরা বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল ১০ টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়ন শীল দেশের কাতারে উন্নিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তুলার জন্য কাজ শুরু করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের অগ্রনী ভ‚মিকা পালন করতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ পরিচালনা করবে। সরকারের ভিশন ২০৪১ আগে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ পরিনত হবে। আমাদের লক্ষ থাকবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়া। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বিশ্বাস, অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর, প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, ব্রেকিং দ্যা সাইলেন্স শরিফুল ইসলাম। কর্মশালায় সাতক্ষীরাকে স্মার্ট সাতক্ষীরা হিসাবে গড়ে তুলতে বিভিন্ন কর্মপরিকল্পনা করা হয়। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা, চিকিৎসক, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।