শ‍্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মহসীনের মৃত্যু 

শ‍্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মহসীন  ঢাকায় মৃত্যুবরণ করলেন(৬৭)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ২১ বছরের চেয়ারম্যান এস,এম বরকত উল্লাহের ছেলে। মহসীন উল মূলক ২০০৯ সালে শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি শ্যামনগর উপজেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার নামে একাধিক নাশকতা মামলা রয়েছে। একই সাথে যুদ্ধাপরাধের মামলায় বিগত আট মাস যাবত কারাগারে ছিলেন।
নিহতের ভাই এস, এম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি করার কারণে রাজনৈতিক প্রতিহিংসামূলক তার ভাইয়ের নামে একাধিক নাশকতা মামলা হয়েছে। এর পাশাপাশি হয়রানি করতে তার নামে যুদ্ধাপরাধের মামলাও হয়েছে। তার ভাই মহসীন উল মূলক সম্পূর্ণ নির্দোষ দাবি করে তিনি আরো বলেন, একাধিক নাশকতা মামলায় হাজিরা দিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রায় একমাস আগে সাতক্ষীরা জেলা কারাগারে নিয়ে আসা হয়। গত ১৮ মে সাতক্ষীরা আদালতে হাজিরা দেওয়ার পর গতকাল ১৯ মে তাকে (ভাইকে) আবারো ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। আজ শনিবার (২০ মে) সকালে খবর আসে তার ভাই মারা গেছেন। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ নিয়ে সাতক্ষীরার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিএনপি নেতা,সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন উল মূলক ঘের ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী,
তিন ছেলে, এক মেয়ে রয়েছে

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।