মাহফিজুল ইসলাম আককাজ : আঞ্চলিক জলবায়ু শীর্ষ সম্মেলন ২০২৩’-এর জন্য ফলপ্রসু এবং অন্তদৃষ্টিপূর্ণ স্টেকহোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ জুন) সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে পরামর্শ সভায় বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান ওয়াসেকা আয়েশা খান এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর পরিচালক প্রফেসর সালিমুল হক, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ-এর চেয়ারপাসন তানভীর শাকিল জয় এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামীম হায়দার পাটোয়ারী এমপি, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য (ডিপার্টমেন্ট অফ ইস্টিমেট) আহসান আদেলুর রহমান এমপি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল আবেদিন এমপি, বিদ্যুত্, শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুত্ বিভাগের মহাপরিচালক ইঞ্জি. মোহাম্মদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক অনুবিভাগের মহাপরিচালক ফাইয়াজ মুর্শিদ কাজী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের (জলবায়ু পরিবর্তন-১) যুগ্ম-সচিব লুবনা ইয়াসমিন এবং সভায় উন্নয়ন সহযোগী, বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি এবং কর্পোরেট গ্রুপের সক্রিয় অংশগ্রহণ, জাতীয়, আন্তর্জাতিক বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …