নিখোঁজের ৪৪ ঘণ্টা পর ডুবন্ত নৌকায় মিলল ঢাবি ছাত্রের মরদেহ

(বরগুনা) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ৪৪ ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর আহমেদের (২৩) মরদেহ উদ্ধার করেছে কুষ্টিয়া ফায়ার সার্ভিস। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস সহকারী পরিচলক মো. জানে আলম। তিনি জানান, নিখোঁজের স্থান থেকে প্রায় ১৫০ মিটার দক্ষিণে পানির নিচে ডুবে থাকা নৌকায় আটকে ছিল তানভীরের মরদেহ। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

Check Also

২০২৮ পর্যন্ত চীনে শুল্ক ও কোটামুক্ত পণ্য প্রবেশাধিকার পাবে বাংলাদেশ

২০২৮ সাল পর্যন্ত চীনে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে, যা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।