নিজস্ব প্রতিনিধি :
জাতীয় পর্যায়ে (২০১৬-১৭ অর্থবছর) প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা তালা উপজেলা কমপ্লেক্সের জামে মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান। ইতঃপূর্বে তিনি জেলা এবং খুলনা বিভাগে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন।
মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন হলরুমে জাতীয় ইমাম সম্মেলন-২০২২-২৩ অনুষ্ঠানে ইমাম মাওলানা তাওহীদুর রহমানকে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম হিসেবে সম্মানিত করা হয়। এসময় তাকে পুরষ্কার হিসেবে নগদ অর্থ, সনদ প্রদান করা হয়।
জাতীয় ইমাম সম্মেলন-২০২২-২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান ।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় ইমাম মাওলানা তাওহীদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Check Also
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …