সাতক্ষীরা বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান রউফ পূনর্রায় ডিবি পুলিশের হাতে আটক 

নাশকতা মামলায় সাতক্ষীরা জেলা  বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করেন।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক ফয়সাল ইবনে আজিজ।

বিএনপি নেতা আবদুর রউফ সাতক্ষীরার সদরের আলীপুর ইউপি চেয়ারম্যান। গত ৬ মে রাত ৯টার দিকে নাশকতা পরিকল্পনার অভিযোগে আলীপুর পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।  তিনি বুধবার আদালত এর মাধ্যমে জামিনে  ছাড়া পেয়েছিলেন। কিন্তু সাতক্ষীরা  জেলা কারাগারের সামনে থেকে তাকে আবারও গ্রেফতার করা হয়। এরই মধ্যে নাশকতার অভিযোগে ১৯ জুন তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়

ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, কালিগঞ্জ থানার একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Check Also

আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফের ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা।।আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।