সাতক্ষীরার শীর্ষ মাদক চোরাকারবারি আরিফ সহ আরও দুই জনকে ৩শ পিচ ইয়াবাসহ আটক করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া ওয়ার্ড ভিশনের মোড় এলাকা থেকে ইয়াবাসহ ওই তিন জনকে আটক করাহয়।
আটককৃতরা হলেন জেলার শীর্ষ মাদক চোরাকারবারি সাতক্ষীরা সদরের কাটিয়া দাসপাড়া এলাকার মোঃ আব্দুস সাত্তার এর ছেলে মোঃ আরিফুজ্জামান আরিফ (৩৮), চালতেতলা বাগানবাড়ি গ্রামের মৃত মোক্তার সরদারের ছেলে আলাউদ্দীন সরদার(৩৫) ও একুই গ্রামের রেজাউল সানার ছেলে মোঃ রায়হান বিপ্লব(৩২)।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম জানান, শহরের সুলতানপুর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকের চালান বেচা-কেনা করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে থানার এসআই ফকির জুয়েল রানা’র নেতৃত্বে এএসআই জিয়াউর রহমান, এএসআই গোলাম মোস্তাফা সঙ্গীও ফোর্স এর সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করে। এ-সময় আটককৃতদের কাছথেকে ৩শ পিচ ইয়াবা উদ্ধার করাহয়। আরিফ সহ অপর দুজন পেশাদার মাদক চোরাকারবারি। তারা বহুদিন যাবত চুপিসারে জেলা ব্যাপি ইয়াবা’র চোরাকারবার চালিয়ে আসছিল। তাদের নামে একাধিক মাদকের মামলাও রয়েছে।
আটককৃতদের নামে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করাহয়েছে বলেও জানান তিনি।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …