দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট) -এর কাছাকাছি পৌঁছে যাওয়ায় মেক্সিকোতে গত দুই সপ্তাহে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।রয়টার্সের রিপোর্ট অনুসারে, এই মাসে তিন সপ্তাহ-ব্যাপী তাপপ্রবাহের রেকর্ড দেশের শক্তি খাতকে চাপে ফেলেছে, কর্তৃপক্ষ কিছু এলাকায় ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছে। মেক্সিকান স্বাস্থ্য মন্ত্রক প্রকাশ করেছে যে তাপজনিত মৃত্যুর দুই-তৃতীয়াংশেরও বেশি ঘটেছে ১৮-২৪ জুনের সপ্তাহে। বিপরীতে, গত বছরের একই সময়ে শুধুমাত্র একটি তাপজনিত মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছিল।প্রায় সব ক্ষেত্রেই মৃত্যুর প্রাথমিক কারণ ছিল হিট স্ট্রোক, কিছু কিছু ক্ষেত্রে কারণ ছিলো ডিহাইড্রেশন । প্রায় ৬৪% মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তরের রাজ্য নুয়েভো লিওনে, যেটি টেক্সাসের সাথে সীমানা ভাগ করে।বাকি মৃত্যুর বেশিরভাগই উপসাগরীয় উপকূলে অবস্থিত প্রতিবেশী রাজ্য তামাউলিপাস এবং ভেরাক্রুজে ঘটেছে।দেরীতে, বর্ষার আগমনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
কিছু উত্তরের শহর উচ্চ তাপমাত্রার অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছে । উদাহরণস্বরূপ, সোনোরা রাজ্যে, অ্যাকোনচি শহরে বুধবার তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস (১২০ ফারেনহাইট) পর্যন্ত রেকর্ড করা হয়েছে। তবে, তাপপ্রবাহের ভয়াবহ দিন পেরিয়েছে সেখানে। অতি সম্প্রতি বৃষ্টি শুরু হওয়ায়, কিছুটা স্বস্তি মিলেছে। গত বছর এই সময়ে দেশটির কিছু অংশে খরা জনিত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিলো । দাবদাহ ও জলাধারের পানি শুকিয়ে তীব্র খরা পরিস্থিতি তৈরি হয়েছিল।