আন্দোলন সমুদ্রের ঢেউয়ের মতো কখনো নামে কখনো ওঠে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সহিংসতা করে সরকারি দলের লোকেরা দোষ চাপায় বিএনপির ওপর। গত দুই বছরে প্রমাণ হয়েছে বিএনপি জনগণের দল। বিএনপি নিজেদের জন্য নয় জনগণের মৌলিক অধিকারের জন্যই আন্দোলন করছে।’

ফখরুল বলেন, ‘জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া সাংবাদিকদের লেখার স্বাধীনতা, জবাবদিহিতা নিশ্চিত করা ও দলীয় কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই সুষ্ঠু নির্বাচন করতে নিরপেক্ষ সরকার দরকার।এই সব অধিকার আদায়ে কাজ করছে বিএনপি।’

শুক্রবার ঠাকুরগাঁয়ের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আন্দোলন সমুদ্রের ঢেউয়ের মতো কখনো নামে কখনো ওঠে। গোটা পৃথিবী আজ বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করছে।

সরকারের অর্থনৈতিক জোট ব্রিকসের যোগ দেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ব্রিকসে যোগদান করে সরকার কখনোই সফল হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সরকার দুর্নীতি রোধ করতে পারবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ দলের অন্যান্য নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Please follow and like us:

Check Also

নির্বাচন সুষ্ঠু করতে যাহা কিছু করার প্রয়োজন তাই করা হবে: সাতক্ষীরায় নির্বাচন কমিশনার

শাহ জাহান আলী মিটন,  সাতক্ষীরা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।