পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় থানার এএসআই নাসির উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে। ১৮জুলাই সকালে নাসির উদ্দীনকে প্রত্যাহার করে খুলনা পুলিশ লাইনসে নেওয়া হয়েছে বলে জানা গেছে। থানা পুলিশ সূত্রে, রোববার সন্ধ্যা ৬টার দিকে ডাকাতির প্রস্তুতি মামলায় আসামি উপজেলার বিরাশী গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (৪০) সন্দেহভাজন হিসেবে আটক করেন এএসআই নাসির উদ্দীন। তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে আসার সময় পৌর সদরের বাজার মোড়ে পুলিশকে আহত করে হাতকড়াসহ পালিয়ে যান মনিরুল। পরে রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৬নম্বর ওয়ার্ড বাতিখালীর ওয়াপদা রাস্তার ওপর থেকে স্থানীয়দের সহযোগিতায় পুনরায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ডাকাতি মামলার আসামি মনিরুল হাতকড়াসহ পালিয়ে যান। পরে ওই আসামিকে অন্য এক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমানের এক বার্তায় এএসআই নাসির উদ্দীনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …