মাওলানা আব্দুল খালেকের  আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য, অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেকের কবর জিয়ারত করেছেন, বিশিষ্ট জনেরা। কবর জিয়ারত কালে তারা শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। মোনাজাত পরিচালনা করেন বাঁশদহা আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদ্র্াসার সহঃ সুপার মাওলানা মোঃ আবু ঈসা।এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার সহঃ সুপার মাওলানা জামাল উদ্দিন, মরহুমের ছেলে শামীম হাসান, মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ নওশের আলী, মোহাম্মদ জালাল উদ্দিন, আল-ফআরউক, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ কুরবান আলী, মোঃ কবিরুল ইসলাম, মোহাম্মদ মোর্তাজা হোসেনসহ অনেকে।

উল্লেখ্যঃ জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেকের যুদ্ধাপধারী মামলায় ট্রাইমুনাল আমৃত্যু কারাদন্ড দিয়েছিল। ২০১৮ সালের ৫ মার্চ তার বিরুদ্ধে মানবতাবিরোধি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। ২০২২ সালের ২৪ মার্চ তাকে ফাঁশিতে ঝুলিয়ে মৃত্যু দন্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। সেই থেকে মৃত্যু পর্যন্ত তিনি জেলখানাতেই ছিলেন। ২০ জুলাই বৃহষ্পতিবার সন্ধা  ৬টার দিকে খুলনার আড়াইশ বেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। গতকাল তার জানাযায় লাখ মানুষের ঢল নামে। আজও মরহুমের কবর জিয়ারত করতে যান বিভিন্ন এলাকার মানুষ।

Check Also

এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।