উৎপাদন বাড়ানোর অঙ্গীকার নিয়ে শ্যামনগরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

শ্যামনগর: ‘নিরাপদ মাছে ভরব দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে এ বছর জাতীয় মৎস্য সপ্তাহ পালন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন।

আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি ও বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বি‌ভিন্ন মৎস‌্য চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩-এর কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সাত দিনব্যাপি প্রচার প্রচারণা, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবী সাতে মতবিনিময় সভা, মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ের সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের পুরস্কৃত, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ ও প্রশিক্ষণসহ সপ্তাহব্যাপী নানান কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে এসব তথ্য জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার তুষার মজুমদার।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।