উৎপাদন বাড়ানোর অঙ্গীকার নিয়ে শ্যামনগরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

শ্যামনগর: ‘নিরাপদ মাছে ভরব দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে এ বছর জাতীয় মৎস্য সপ্তাহ পালন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন।

আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি ও বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বি‌ভিন্ন মৎস‌্য চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩-এর কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সাত দিনব্যাপি প্রচার প্রচারণা, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবী সাতে মতবিনিময় সভা, মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ের সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের পুরস্কৃত, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ ও প্রশিক্ষণসহ সপ্তাহব্যাপী নানান কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে এসব তথ্য জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার তুষার মজুমদার।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।