সাতক্ষীরায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাসহ ৫ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম রেজাউল করিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেন ম্যোল্যাসহ পাঁচজনের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী (২৭)। আজ বুধবার রাতে শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করা হয়েছে।

জি এম রেজাউল করিম কৈখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। মামলার অন্য আসামিরা হলেন শ্যামনগর কৈখালী ইউনিয়নের হেতালখালী গ্রামের তাহের গাজী, মেন্দিনগর গ্রামের বাবলু রহমান ও শ্রীফলকাটি গ্রামের ফিরোজ সরদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রেজাউল করিমের নেতৃত্বে ৫-৭ জন ১২ জুলাই রাত ৮টার দিকে মানিকখালী গ্রামে ওই নারীর বাড়িতে প্রবেশ করেন। এরপর তাঁরা জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করেন।

অভিযোগ অস্বীকার করে কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম রেজাউল করিম বলেন, এ ধরনের ঘটনা ঘটেনি। রাজনৈতিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলক তাঁর প্রতিপক্ষ এ মামলা করিয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।