কাজলা গরিবউল্লাহ বিশ্বাস দাখিল মাদ্রাসা ও এতিম খানাই মারাক্ত আকারের জলাবদ্ধতা সৃষ্টি

মোঃ হারুন উর রশীদ,কালিগঞ্জ,সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের  নলতা থেকে  তারালী রোডের পাশে অবস্থিত কাজলা গরিবউল্লাহ বিশ্বাস দাখিল মাদ্রাসা ওএতিম খানার।এই এতিমখানায় পানি নিষ্কাশন ব্যাবস্থা বন্ধ  হয়ে যাওয়ার কারণে জলাবদ্ধ দেখা দিচ্ছে। এই এতিমখানার দক্ষিণ দিকে পানি নিষ্কাশন ব্যাবস্থা ছিল কিন্তুু  এই পানি নিষ্কাশন ব্যাবস্থা নদ দমার মুখে মাটি ভারাট দিয়ে পানি নিষ্কাশন ব্যাবস্থা বন্ধ করে দিয়েছে। এই মাটি ভরাট কৃত ব্যক্তি হলেন মোঃ আলমগীর হোসেন ( আলিম), পিতা মোঃ ওজেদ আলী গাজী, গ্রামঃ ইছাপুর ।পানি নিষ্কাশন ব্যাবস্থার নদদমার মাথার জমিটা তার নিজের সম্পত্তি। বর্তমান থেকে প্রায়  পঁচিশ  বছর আগে থেকে ওখান দিয়ে পানি  নিষ্কাশন হত এবং তখন তার এই জমিটি ছিল কৃষিজমি  এই জন্য পানি নিষ্কাশন ব্যাবস্থা ভাল ছিল। কিন্তুু  এই বর্ষার মৌসুম আসার আগে পানি নিষ্কাশন ব্যাবস্থা না করে সেই স্থানে মাটি ভরাট করে  পানি নিষ্কাশন ব্যাবস্থা বন্ধ করে দেয়।  যার ফল সরুপ এতিমখানার ভিতরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে সবসময় জন্য। এই বিষয় গুলো নিয়ে এতিমখানার শিক্ষকগন জমির মালিকের ও তার বাবার সাথে কথা বললে তার কোন প্রকার সমস্যা সমাধানের কথা জানাই নি। এই জলাবদ্ধতার কারণে জলাবদ্ধতা পানিতে মশা মাছি জন্মাচ্ছে। যাতে করে আনেক ধরনে রোগজীবাণু ছড়াতে পারে ও মারাক্ত ডেঙ্গু মসার আক্রমণে ডেঙ্গু জ্বর ও হতে পারে এতিমখানার ছাত্র ও এলাকাবাসীরএবং এতিমখানা  ছাত্র ও শিক্ষক দের চলাফেরা সহ বিভিন্ন কাজের বাধাও সমস্যা সৃষ্টি হচ্ছে। এই জলাবদ্ধতার কারনগুলো যদি সমাধান না করা হয় তা

Please follow and like us:

Check Also

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইইউ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার ইউরোপীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।