সাতক্ষীরা সংকাদদাতাঃ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৩২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ১লা আগষ্ট বিকাল সাড়ে ৩টার দিকে তাদেরকে আদালতের মাদ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরা জামায়াতের জেলা কর্মপরিষদ তালা উপজেলা জামায়াতের সাবেক আমীর ডা. এাহমুদুল হক, এড. শহিদুল ইসলাম, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, পৌরসভার ২নং ওয়ার্ড জামায়াতের আমীর মাষ্টার আব্দুর রহমান, ৫ নং ওয়ার্ড জামায়াতের আমীর প্রভাষক আব্দুল হান্নান, ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমির ইয়াসিন আলী, ব্র্রক্ষ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গনি, জেলা টিমের সদস্য মানজিল হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সহ ৩২ নেতাকর্মী। সাতক্ষীরা সদও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুলই সলাম জানান, সোমবার ভোর সাড়ে ৬টায় আমতলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিশাল ঝটিকা মিছিল বের করে জামায়াত। এরপর তারা নাশকতার চেষ্টা করছিলো। পরে গোপন সূত্রে খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটক কৃতকদের তাদের বসতবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কর্মস্থাল থেকে আটক সকরা হয়েছে বলে সূত্র জানাই। সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম জানান, সাতক্ষীরা শহরে জামায়াত নেতাকমীদের বাড়িতে বাড়িতে অভিযান দিয়েছে পুলিশ। এসময় পুলিশ কুরআন হাদিসসহ বিভিন্ন ধরণের ইসলামি সাহিত্য নিয়ে গেছে। জামায়াতের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির ছবি তুলে রিপোর্ট করায় কর্তরত ২ সাংবাদিককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, দৈনিক লাখ কন্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন ও দৈনিক সকালের সংবাদ পত্রিকার শহর প্রতিনিধি শাহজান। পরে নাশকতার একটি মামলায় অজ্ঞাগত আসামি দেখিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এছাড়া জেলা ব্যাপি গ্রেফতার অভিযোন অব্যাহত রয়েছে। গোটা জেলা ব্যাপি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …