নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সাময়িক বরখাস্ত –

কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান আজিজুর রহমান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এক প্রজ্ঞাপনে সাময়িক বহিষ্কার করে সাতক্ষীরা জেলা প্রশাসন বরাবর পত্র পাঠিয়েছে। ২৭ জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এক প্রজ্ঞাপন জারি করে তার সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যেহেতু সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত এসটিসি মামলা নং- ২৪/ ২০১৯ এর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতাআইনের ১৫/(৩)২৫ ডি ধারায় বিশেষ ট্রাইব্যুনালে সাতক্ষীরাতে অভিযোগ গঠন করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪/ ১ ধারা অনুযায়ী জেলা প্রশাসক সাতক্ষীরা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন সেহেতু নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমানের উল্লেখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোনে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু তার দ্বারা অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪/১ ধারায়অপরাধ সংগঠিত করায় উল্লেখিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হল। স্থানীয়দের কোন প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে চেয়ারম্যান সমর্থিত অনেক কর্মী বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, এটি কুচক্র মহলের ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।

Please follow and like us:

Check Also

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, ২ মে পর্যন্ত থাকছে ছুটি

চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।