সাতক্ষীরায় শীর্ষ মাদক ব্যবসায়ী আ’লীগ নেতার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন।আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এক বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা মোড় এলাকায় এক সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। সমাবেশে বক্তারা বলেন, শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ মিজান, রুবেল ও মাহমুদুল আলম বিবিসি ও তাদের সহযোগীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরা দীর্ঘদিন যাবত শহরের টার্মিনাল এলাকায় মাদক ব্যবসা করে তরুন শ্রমিকদের বিপথে পরিচালিত করে আসছে।এছাড়া বিভিন্ন সময় এরা পুলিশের হাতে ধরা পড়লেও আইনের ফাঁকফোকর দিয়ে তারা বেরিয়ে যায়। সমাবেশে আরও বক্তব্য রাখেন- বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। এসময় জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সহস্রাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।