সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এরপর আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের এক রিট আবেদনের প্রেক্ষিতে দণ্ডিত আসামি হিসেবে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ ঘোষণা করেন হাইকোর্ট। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার বক্তব্য অনলাইনে প্রচার করা হচ্ছে। এ জন্য রিটকারীরা ফের আদালতে আসেন।