বাগেরহাটে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের শরণখোলায় মা পাপিয়া বেগম (৩৫) ও মেয়ে সাওদা জেমী (৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে ঘটনাটি ঘটে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন ও এএসপি (সার্কেল) এবং পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত পাপিয়ার স্বামী জাফর হাওলাদার জীবন জীবিকার তাগিদে ঢাকায় ও ছেলে জিহাদ (১৫) পিরোজপুরের মঠবাড়িয়াতে একটি দোকানে কাজ করেন। মেয়েকে নিয়ে পাপিয়া ওই বাড়িতে থাকতেন। সন্ধ্যায় ঘরের সামনের খাটের উপর বসে মেয়েকে ভাত খাওয়াচ্ছিলেন মা। এসময় কে বা কারা ঘরে প্রবেশ করে মা ও মেয়েকে অতর্কিত কোপাতে থাকে। ৫ বছরের কন্যা পাপিয়া রক্তাক্ত অবস্থায় দৌড়ে প্রায় ২০০ গজ দূরে চাচা মাস্টার আবু তালেব টুকুর বাড়ি গিয়ে চাচি বলে ডাক চিৎকার দেয় এবং বাড়ির উঠোনে ছটফট করতে করতে মারা যায়।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই পাপিয়ার মৃত্যু হয়েছে। তার বুকের নিচে বাম পার্শ্বে পেটে ও বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে।

Check Also

২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ

ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।