ফিরোজ হোসেন, সাতক্ষীরা :আবাবিল হজ্ব গ্রুপ সাতক্ষীরা অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের বসুন্ধরা টাওয়ারের দ্বিতীয় তলায় আবাবিল হজ্ব গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু ইউসুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা অফিসের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এড.স. ম. সালাউদ্দিন আহমেদ, বাগেরহাট জেলার অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা বড় বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রব, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, শিক্ষক হাফেজ সাইফুল্লাহ প্রমুখ। এসময় বিভিন্ন ব্যবসায়ী ও হাজীগন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আবাবিল হজ্ব গ্রুপের সাতক্ষীরা অঞ্চলের প্রতিনিধি আব্দুর রহিম।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …