আশাশুনিতে বিশ্ব প্রবীণ দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর আর্থিক সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উন্নয়ন, আশাশুনি শাখা অফিস হলরুমে “সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা” স্লোগানে উন্নয়ন সংস্থা পরিচালিত আশাশুনি সদর ইউনিয়নে “প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’র” আওতায় ১ অক্টোবর (রবিবার) আন্তর্জাতিক প্রবীণ দিবস – ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‍্যালি রাস্তা প্রদিক্ষণ শেষে উন্নয়ন সংস্থার হলরুমে আলোচনা সভায় বক্তারা প্রবীণ দিবসের বিভিন্ন বিষয়ে কথা তুলে ধরেন।
সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মুনছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওজিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ; ইউপি সদস্য তারক মন্ডল, বনমালী দাস, সমৃদ্ধির ইউনিয়ন সমন্বয়কারী এস.এম আব্দুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. শাহরিয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, ইউনিয়ন প্রবীণ কমিটির সদস্য এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড প্রবীণ কমিটির সদস্যবৃন্দ।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।