এম এ দেওয়ানী ব্যুরো চীফ আঞ্চলিক: জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকা
শনিবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। রবিবার (১৫ অক্টোবর) বিকেলে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও একলাশপুর ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন মেম্বারসহ স্থানীয় ৪০ নেতা-কর্মী রয়েছেন। দলীয় একটি সভা থেকে তাদের আটক করা হয়।
নোয়াখালী জেলা জামায়াতের আমির মো. ইসহাক খন্দকার বলেন, নির্বাচনকে সামনে রেখে একলাশপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অনন্তপুর এলাকায় অনুষ্ঠিত সভা থেকে ৪০ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে জামায়াতের ১৫-২০ নেতা-কর্মী থাকলেও বাকিরা সাধারণ মানুষ। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম বলেন, নোয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোনিয়া আক্তারের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।