আব্দুস ছাত্তার, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: উপজেলার নলতায় বৈধ কাগজপত্র না থাকা সহ বিভিন্ন অভিযোগে ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে।
গতকাল ১৬ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ টার দিকে নলতার ইউনিক ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে বিশেষ অভিযান পরিচালনা করে বন্ধু করে দিয়েছে সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার শেখ আবু সুফিয়ান রুস্তুম । এসময় তিনি বলেন, ভূয়া লাইসেন্স ব্যবহার, চিকিৎসক বিহীন অপারেশন, পোস্ট অপারেটিভ রুম না থাকা, ডিপ্লোমা করা নার্স না থাকা, এনেস্থিসিয়া দেয়ার টেকনিক্যাল লোক না থাকা, রেজিস্ট্রার ম্যানটেইন না করা, ওটি রেজিস্ট্রার এ ডাক্তারের স্বাক্ষর না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে রোগী রাখাসহ নানা অনিয়মের কারনে ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে এবং ক্লিনিকে থাকা রোগীদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।এছাড়া শেরে বাংলা ক্লিনিকে অভিযান পরিচালনা করে এবং তাদের সতর্কতার সাথে প্রতিষ্ঠান পরিচালনার জন্য নির্দেশ দেয়। তিনি আরও জানান, জনস্বার্থে এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এ অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের এসডিসি ডাঃ তামিম মুক্তাদির ও সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী একে আশিক নেওয়াজ।