সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেছেন জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। এই নির্বাচন বানচাল করতে বিএনপি জামায়াত যদি কোনো নৈরাজ্য সৃষ্টি করে তবে তার জবাব দেওয়া হবে। একজন্য তিনি যুবলীগের সকল নেতাকর্মীদেরকে সদা প্রস্তুত থাকার আহবান।
বুধবার বিকালে শহরের শহিদ স ম আলাউদ্দিন চত্বরে জেলা যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে মো. নজরুল ইসলাম এ আহবান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সেখ সাহিদউদ্দিন, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, শিক্ষা সম্পাদকলায়লা পারভীন সেঁজুতি।
বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু, রেজা আল আমিন শুভ, রবিউল ইসলাম, এড, তামিম আহমেদ সোহাগ, সৈয়দ আমিনুর রহমান, রেজাউল ইসলাম, ইমরান হোসেন, বশির আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলায় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ পরিচালনা করেন যুগ্ম আহবায়ক এস এম আব্দুস সাত্তার, নজরুল ইসলাম ও মারুফ তানতীর হুসাইন সুজন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …