জেলায় পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের ৩০জন গ্রেপ্তার

শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি জামাতের ৩০জন নেতা কর্মী সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলা জামাতের সহকারী সেক্রেটারী, যুবদলের যুগ্ম-আহবায়ক, তালা থানা শিবিরের সাধারণ সম্পাদকসহ একাধিক ইউনিয়ন পর্যায়ের পদধারী শীর্ষ নেতা রয়েছেন। শুক্রবার বেলা ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানার পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এর মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ২জন, কলারোয়া থানা থেকে ৩জন, পাটকেলঘাটা থানা থেকে ২জন, তালা থানা থেকে ২জন, আশাশুনি থানা থেকে ৮জন, দেবহাটা থানা থেকে ৪জন, কালিগঞ্জ থানা থেকে ৩জন ও শ্যামনগর থানা থেকে ৬জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির ১৩জন ও জামায়াতের ১৭জন নেতা-কর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতরা হলেন, যুবদলের যুগ্ম-আহবায়ক সদরের বয়ারবাতান গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে মো. আমিনুল ইসলাম বাবু, সাতক্ষীরা সদর উপজেলা জামাতের সহকারী সেক্রেটারী সদরের মাহমুদপুর গ্রামের মো. হারুন মোড়লের ছেলে মাওলানা মো. শফিকুল ইসলাম (৫৮), বিএনপির সক্রিয় কর্মী কালিগঞ্জের শংকরপুর গ্রামের মৃত মুনছুর আলী কাগুচীর ছেলে মো. আজিবর রহমান(৫০), বিএনপির সক্রিয় কর্মী কালিগঞ্জের নামাজগড় গ্রামের মৃত কাজী তাইছুদ্দিনের ছেলে কাজী দবির (৫৫), বিএনপির সক্রিয় কর্মী কালিগঞ্জের মহৎপুর গ্রামের শেখ সামছুদ্দিনের ছেলে শেখ নুরুজ্জামান (৩২), তালা উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক তালার জিয়ালা গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ হাবিবুর রহমান (২৩), তালা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুব দলের তথ্য বিষয়ক সম্পাদক তালার সাহাপুর গ্রামের মোঃ মোমিন সরদারের ছেলে মো. রিপন সরদার (২৪), শ্যামনগরের কৈখালী ইউনিয়ন জামায়াতের সদস্য শ্যামনগরের শৈলখালী গ্রামের মৃত নওশের আলমের ছেলে মাওলানা জিএম আমিনুর রহমান (৩৩), ঈশ^রীপুর ইউনিয়নের জামায়াতের সদস্য ঈশ^রীপুর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে জিএম হাবিবুর রহমান (৬১), গাবুরা ইউনিয়নের জামায়াতের সদস্য গাবুরা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে গোলাম মোস্তফা (৫৬), কাশিমাড়ী ইউপি জামায়াতের সদস্য মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. শফিকুল ইসলাম খোকন (৪৮), মুন্সিগঞ্জ ইউপি জামায়াতের সদস্য মথুরাপুর গ্রামের মৃত এছোম আলী গাজীর ছেলে মো. আব্দুর রশিদ (৫৫), ভ‚রুলিয়া ইউপি বিএনপির সদস্য কাটিবারহল গ্রামের মির্জা জামাল হোসেন খোকনের ছেলে মো. মোস্তাফিজুর রহমান মুজাহিদ (২৬), বিএনপির সক্রিয় সদস্য পাটকেলঘাটার যুগিপুকুরিয়ার (কারিকরপাড়া) মৃত নুরু মোড়ল ওরফে নুরুল হক মোড়লের ছেলে ইসমাইল মোড়ল(৪৮), বিএনপির সক্রিয় সদস্য এনায়েতপুর গ্রামের মৃত ফুলমিয়া গোলদারের ছেলে রবিউল গোলদার বাবুল(৪৯), জামাতের সক্রিয় সদস্য দেবহাটার উত্তর কোমরপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. জাবিরুল ইসলাম(৩২), জামাতের সক্রিয় সদস্য দেবহাটার তিলকুরা গ্রামের মো. ওহাব আলীর ছেলে মো. মিজানুর রহমান(৫২), জামায়াতের সক্রিয় সদস্য দেবহাটার মোক্তার আলীর ছেলে মো. ইদ্রিস আলী(৪৪), জামায়াতের সক্রিয় সদস্য দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত চাঁদ আলী গাজীর ছেলে মো. আব্দুস সামাদ (৬০), বিএনপির সক্রিয় সদস্য আশাশুনির বাঁকড়া গ্রামের মৃত হাজী আফিল উদ্দীন সরদারের ছেলে হাজী মো. সোলায়মান সরদার (৬০), জামায়াতের সক্রিয় সদস্য একই গ্রামের মৃত আইজ উদ্দীন গাজীর ছেলে শফিকুল ইসলাম (৪১), বিএনপির সক্রিয় সদস্য একই গ্রামের মৃত আফসার উদ্দীন সরদারের ছেলে মো. জিয়াউল ইসলাম উজ্জল (৪৫), জামায়াতের সক্রিয় সদস্য বাউচাষ গ্রামের মৃত হাজী মালেক সরদারের ছেলে মো. আব্দুল করিম (৪৫), বিএনপির সক্রিয় সদস্য রামনগর গ্রামের মৃত মোন্তাজ আলী সরদারের ছেলে সাইদুল ইসলাম (৪২), বড়দল ইউপি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জামালনগর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রকিবুজ্জামান (৫৩), বুধহাটা ইউপি জামাতের আমির নৈকাঠী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আব্দুল ওয়াদুদ (৪৩), জামায়াতের সক্রিয় সদস্য বুধহাটা গ্রামের মৃত মুজিবর সরদারের ছেলে মো. আবু সাঈদ (৫০), কলারোয়ার কেড়াগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি বাকসা গ্রামের মৃত বাস্তল্লাহ সরদারের ছেলে কলারোয়া থানা মো. সাবুর আলী(৫২), কুশোডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামাতের সেক্রেটারী কুশোডাঙ্গা গ্রামের নছিম উদ্দিনের ছেলে মো. কোরবান আলী (২৮) এবং সোনাবাড়ীয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক বেলী গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে মো. মনিরুল ইসলাম (৩৮)।
গ্রেপ্তারকৃতদের মামলায় আদালতে সোপাদ্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলো হলো-সাতক্ষীরা সদর থানার মামলা নং-১৭, তারিখ-১০-১০-২৩, কালিগঞ্জ থানার মামলা নং-০২, তারিখ-০২-১১-২০২৩, তালা থানার মামলা নং-০২, তারিখ-০৩-১১-২৩, শ্যামনগর থানার মামলা নং-৩, পাটকেলঘাটা থানার মামলা নং-০৩, তাং-০২-১১-২৩, দেবহাটা থানার মামলা নং-০২ তারিখ-০২-১১-২০২৩, আশাশুনি থানার মামলা নং-০২, তাং-০২-১১-২৩ এবং কলারোয়া থানার মামলা নং-০৪, তাং-০২-১১-২৩ খ্রি. ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৫/৬।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।