পদ্মাসেতু দিয়ে ২দিনে বেনাপোল ও ঢাকা রেলে যাতায়াত করেছে ১৫শতাধিক যাত্রী

বেনাপোল (যশোর): ঢাকা ও বেনাপেলের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচিত হয়েছে। ফলে কমছে সময়। সাশ্রয় হচ্ছে অর্থ। খুশি যাত্রীরা। পদ্মাসেতু দিয়ে গত ২দিনে বেনাপোল ও ঢাকার মধ্যে রেলে যাতায়াত করেছে ১৫শতাধিক যাত্রী। প্রথমদিনে ৩৬০জন যাত্রী ও ১১টি বগি নিয়ে পদ্মা সেতু দিয়ে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বেনাপোল এক্সপ্রেস। স্বপ্নের পদ্মাসেতু দিয়ে ঢাকা থেকে সুন্দরবন ১নভেম্বর রেল যোগাযোগ স্থাপিত হয় বুধবার। সকালে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী উদ্বোধনের পর সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। আর ২ নভেম্বর দুপুর ১টায় বেনাপোল থেকে ৩৬০জন যাত্রী নিয়ে পদ্মাসেতু হয় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।
বেনাপোল রেল স্টেশন মাষ্টার জাকির হোসেন জানান, পদ্মাসেতু হয়ে এ রুটে ২দিনে ১৫শাতাধিক যাত্রী ও ১১টি বগি নিয়ে বেনাপোল এক্সপ্রেস যাতায়াত করেছে। চলছে খুলনা যশোর ঢাকা সুন্দরবন এক্সপ্রেস। বেনাপোল থেকে ১টায় ছেড়ে বেনাপোল এক্সপ্রেস পৌঁছায় রাত ৮টা ৪৫মিনিটে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।