রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করেছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, বেলা দুপুর ২টা ২৫ মিনিটে রাইদা পরিবহনের ওই বাসটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে ১৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে যাত্রীবাহী বাস পুড়েছে ৭টি, কাভার্ডভ্যান ৪টি, ট্রাক ২টি।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ শুরু হয়েছে। বিএনপির ডাকা এই অবরোধ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলও অবরোধ কর্মসূচি পালন করছে।