সাতক্ষীরায় ইটভাটা চালু ১০২টি ও ৮২টি ইটভাটার ছাড়পত্র নেই !

সাতক্ষীরা জেলায় গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। আর এই গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন।

তথ্যানুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্থানে মোট ১৩২টি ইটভাটা রয়েছে। এরমধ্যে চলতি বছরের ১০৮টি ইটভাটা চালু রয়েছে। তবে সাতটি উপজেলার মধ্যে ৮২টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই বলে জানা গেছে। পরিবেশ অধিদপ্তর অফিসের ইটভাটার ছাড়পত্র নেই সদর উপজেলার ২৭টি, কলারোয়া উপজেলার ২২টি, তালা উপজেলার ৭টি, আশাশুনি ৩টি, শ্যামনগর উপজেলার ৩টি, দেবহাটা উপজেলার ৯টি, কালীগঞ্জ উপজেলার ৬টি। ছাড়পত্র বিহীন ৮২টি ইটভাটার মালিকরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইটভাটা চালাচ্ছেন বলে সূত্রে জানান। জেলায় বর্তমানে ৫০টি ইটভাটার পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র রয়েছে।

তথ্য অনুসন্ধানে আরো জানা যায়, আইন অনুযায়ী ২ একর জমির উপর ও ৫০গজের মধ্যে ইটভাটা স্থাপনা করার সরকারি আইন থাকলেও আইনের বাইরে জেলায় ইটভাটা গড়ে উঠেছে। তারা সরকারি কোনো নিয়মনীতি না মেনে চালাচ্ছে ইটভাটা।

এসব বিষয়ে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, জেলায় ৮২টি ইটভাটার ছাড়পত্র নেই। ইতোমধ্যে আমরা ইটভাটায় অভিযান পরিচালনা শুরু করেছি। যেসব ইটভাটা ছাড়পত্র নেই, সেই সব ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও পরিবেশ প্রচালিত আইনের বাইরে কেউ যদি ইটভাটা চালায় তাহলে সেইসব ইটভাটার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।