গত ২০ ঘন্টায় সারা দেশে জামায়াতের ১৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, ৬ ডিসেম্বর বিকাল ৪টা থেকে ৭ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত সারাদেশে জামায়াতের ১৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে সিলেট মহানগরী কোতোয়ালি থানার সেক্রেটারী পারভেজ আহমেদও রয়েছেন।
এছাড়া গত ২৫ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত সারা দেশ থেকে মোট ২৯৩৩ জনকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, উল্লেখিত সময়ের মধ্যে জামায়াতের ৩ নেতা গুপ্ত হত্যার শিকার হন। আহত হন ৫৬৫ জন। গুপ্ত ঘাতকের হামলায় মারাত্মক আহত ২২জন। এছাড়া পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণ করেন ২জন। (২৮ অক্টোবর, আরামাবাগ মোড়ে)।
ঢাকা মহানগরীতে:
৬ডিসেম্বর বিকাল ৪টা থেকে ৭ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত আটক হন ১জন।
গত ২৫ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয় ১১০টি এবং মোট আটক করা হয় ৪৪১জন।