জামায়াতের ২৮ নেতা-কর্মী গ্রেফতার

গত ২০ ঘন্টায় সারা দেশে জামায়াতের ২৮ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।  এছাড়া গত ৪১ দিনে আটক করা হয়েছে ২৯৭৩ জনকে।

আজ শনিবার দলটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯  ডিসেম্বর শনিবার বিকাল ৪টা থেকে আজ ১০ ডিসেম্বর রোববার দুপুর ১টা পর্যন্ত সারাদেশে জামায়াতের ২৮ নেতা-কর্মীকে আটক করা হয়। আর গত ২৫ অক্টোবর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সারা দেশ থেকে মোট ২৯৭৩ জনকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, উল্লেখিত সময়ের মধ্যে জামায়াতের ৩ নেতা গুপ্ত হত্যার শিকার হন। আহত হন  ৫৬৫ জন। গুপ্ত ঘাতকের হামলায় মারাত্মক আহত ২২জন। এছাড়া পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণ করেন ২জন। (২৮ অক্টোবর, আরামাবাগ মোড়ে)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে রাজধানী থেকে জামায়াতের ৭ নেতা-কর্মীকে আটক করা হয়। আর গত

৪১ দিনে মামলা ঢাকায় মামলা দেয়া হয় ১১৪টি, আটক করা ৪৫৪জনকে।

-প্রেস-বিজ্ঞপ্তি

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।