মানবাধিকারকর্মীদের পাশে থাকার অঙ্গীকার ঢাকার ১৪ দূতাবাসের

ঢাকার ১৪টি কূটনৈতিক মিশন মানবাধিকারকর্মী ও মৌলিক স্বাধীনতার পক্ষে কাজ করে এমন ব্যক্তিদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এই অঙ্গীকারের কথা বলেছে ১৪টি মিশন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আজ (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস। যারা মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং সবার জন্য সমতা রক্ষা ও এগিয়ে নিতে কাজ করেন এবং মানবাধিকার রক্ষা ও প্রসারে গণতন্ত্রের মৌলিক ভূমিকা যারা তুলে ধরেন—মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৭৫তম বার্ষিকীতে আমরা তাদের প্রতি আমাদের সমর্থন ও সংহতি পুনর্নিশ্চিত করছি। মানবাধিকারের সর্বজনীন ঘোষণার নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট আছে।

অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মিশন এই বিবৃতি দিয়েছে।

Please follow and like us:

Check Also

পুষ্টিগুণে ভরপূর কাঁচা আম: ঝড়ের-শঙ্কায় কাঁচা আম ভাঙছে সাতক্ষীরার চাষিরা

আমজাত পণ্য আমদানি বন্ধের দাবী আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরাঃ ঝড়ের-শঙ্কা, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি আমের ব্র্যান্ডিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।