মেধাহীন নৈতিকতা বিবর্জিত প্রজন্ম গড়ার গভীর চক্রান্তের অংশ হিসেবে শিক্ষাব্যবস্থাকে তছনছ করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান। রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের মজলিশে শূরার তৃতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দ্বীনি আন্দোলনের কাজে আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। শাহাদাতের মৃত্যু কামনা করতে হবে। আল্লাহ শহীদ হিসেবে কবুল না করে বিছানায় মৃত্যুবরণ করলেও শহীদ হিসেবে মর্যাদা লাভ করবেন। ভয় যাতে আমাদের দুর্বল করতে না পারে। আন্দোলন আগামীতে আরও চলতে থাকবে।
আরও বেগবান করতে হবে। বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে। আজকের স্বৈরাচার সরকারের জেল, জুলুম ও নির্যাতনের ফয়সালা আল্লাহ অবশ্যই করবেন। আল্লাহ সত্যিকারের মুমিনদের অবশ্যই সাহায্য করবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক উপাধ্যক্ষ আব্দুর রব, চট্টগ্রাম মহানগরের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ, নগর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেলে অধ্যক্ষ খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, এফ এম ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী প্রমুখ।