সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী।

সাতক্ষীরা সাংবাদিকদের সাথে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে সোমবার সকাল ১১টায় সভা অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম, এ সময় এসপি মতিউর রহমান সিদ্দিকী বলেন, সাংবাদিক পুলিশ পরস্পর মিল রেখে সমাজের অনাকাঙ্কীত বিষয়গুলো অতি দ্রুত সাফ করা যায়, আমি সাতক্ষীরাতে যতদিন আছি আশা করি প্রত্যেকের জান-মাল সহ জননিরাপত্তা হেফাজতে রাখব। আমাদের কোন ত্রুটি বিচ্যুতি হলে অবশ্যই আমাকে জানাবেন আমরা পরস্পর সেটা তৎক্ষণাৎ সমাধান করব। আমাদেরকে নিয়ে স্বাভাবিক লেখা লিখবেন কারণ, কোন মানুষ ভুলের উর্দ্ধে নয়। এ সময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আবু সাঈদ, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি- কল্যাণ ব্যানার্জী, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক- আশেক ই এলাহী, এটিএন এর এম. কামরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মনিরুল ইসলাম মনি, সময় টেলিভিশনের মোমতাজুর রহমান বাপ্পি, মাছরাঙ্গা টেলিভিশনের মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক- হাবিবুর রহমান, সাংবাদিক মাহবুবুর রহমান সহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।