লনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনের নৌকার প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের নির্বাচনি অফিসের পাহারাদার এবং দলীয় কর্মী মো. হাসান ফারাজীর (৪০) গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে খানজাহান আলী থানার যোগীপোল এলাকায় এ ঘটনা ঘটে।
নৌকার প্রার্থী এসএম কামাল হোসেন শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আহত কর্মী ফারাজীকে দেখতে যান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত কর্মীকে সান্ত্বনা দেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বানচালের জন্য বিএনপি-জামায়াত এ ধরনের হামলা করেছে বলেও তিনি দাবি করেন।
খানজাহান আলী থানার ওসি মো. মমতাজুল হক জানান, আহত ফারাজী যোগীপোল এলাকার সোহরাব ফারাজীর ছেলে। এর আগেও এই নির্বাচনি অফিসে হামলার ঘটনা ঘটে। এরপর অফিসটিতে পাহারাদার নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার আনুমানিক রাত ২টার পর কয়েকজন দুর্বৃত্ত হাসান ফারাজীর জ্যাকেট ও মাফলারে কেরোসিন তেল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়।
তিনি আরও বলেন, এতে তার মাথা ও ঘাড়ের পেছনের অংশ দগ্ধ হয়। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।