উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবনের নদীতে মাঝে মধ্যে বিভিন্ন সময়ে বহু জাতীয় মাছ ধরা পড়ে জেলেদের জালে।
(২৩ জানুয়ারি) মঙ্গলবার রাতে গাবুরা ডুমুরিয়া এলাকার ছালাম তরফদার, নজরুল কয়ালের জালে সুন্দরবনের দোবেকি এলাকায় এই ভোলমাছ ধরা পড়েছে বলে জানান এসব জেলেরা।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া খেয়াঘাটে এ ভোলমাছ সেলের মাধ্যমে ৬৬ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানান নজরুল কয়াল। এই ভোল মাছ সেলের মাধ্যমে ক্রয় করেছে কলবাড়ী আড়তের মাছ ব্যবসায়ী মন্টু তেলি ও আবু মুসা।
