সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সাতক্ষীরা জেলা মন্দির সমিতি যুব কমিটির আয়োজনে বুধবার সকালে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে বানী অর্চনা করেন ভক্তবৃন্দরা। সরস্বতী পূজার অঞ্জলি পাঠ করেন পুরোহিত শ্যামল কুমার চ্যাটার্জি। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করেন।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতি যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-২ আসনের সংসদ সদস্য আশরাফুজামান আশু।

এ সময় উপস্থিতি ছিলেন সাতক্ষীরা জেলা মন্দির সমিতির উপদেষ্টা বিশ্বাস নাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এড.সোমনাথ ব্যানার্জী, জেলা মন্দির সমিতির সহ সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন সহ আরো অনেকে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।