পাটকেলঘাটা প্রতিনিধি: দীর্ঘ ১০বছর আত্মগোপনে থাকার পরে অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন নাশকতার মামলার আসামী রাজু গাজীর (৩২)। রাজু গাজী জেলার পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার নুর ইসলাম গাজীর ছেলে। বুধবার সকালে তাকে কুমিরা বাজারে কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, রাজু গাজী নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে (জিআর-১/১৪)। ২০১৪সালের নাশকতা মামলার আসামী হওয়ার পর সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ১০বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াত। বুধবার সকালে থানার উপ-পরিদর্শক জোতির্ময় মন্ডল তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাকে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …