পাটকেলঘাটা প্রতিনিধি: দীর্ঘ ১০বছর আত্মগোপনে থাকার পরে অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন নাশকতার মামলার আসামী রাজু গাজীর (৩২)। রাজু গাজী জেলার পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার নুর ইসলাম গাজীর ছেলে। বুধবার সকালে তাকে কুমিরা বাজারে কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, রাজু গাজী নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে (জিআর-১/১৪)। ২০১৪সালের নাশকতা মামলার আসামী হওয়ার পর সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ১০বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াত। বুধবার সকালে থানার উপ-পরিদর্শক জোতির্ময় মন্ডল তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাকে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …