নিজস্ব প্রতিনিধি: সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন আশাশুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হোসেনুজ্জামান।
মঙ্গলবার ১২ মার্চ সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়স্থ সাংসদের কর্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুক্তারুজ্জামান স্বপন, যুবলীগ নেতা হাবিবুর রহমান, মিহির ও হাফিজুল প্রমুখ।
এসময় সেঁজুতি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে মর্যদার আসনে বসিয়েছেন এটি আমার জীবনের সেরা পাওয়া। আমার বাবা শহিদ স.ম আলাউদ্দীন সাধারণ মানুষের জন্য কাজ করতেন। আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাবো। বিশেষ করে নারীদের এগিয়ে নিতে কাজ করবো।
এদিকে সোমবার দুপুরে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার)সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …