সাতক্ষীরার গণমানুষের প্রিয়নেতা সাবেক এমপি, সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর, অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল রাহিমাহুল্লাহ এর পরিবারবর্গের সাথে ১ম রমাদানে ইফতার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর মজলুম জননেতা আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। ১১ মার্চ কারাগার থেকে মুক্তি লাভ করার পর গত ১২ মার্চ ১ম রমাদানে তিনি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত লাগোয়া খলিল নগর ইউনিয়নে মরহুমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। বিকেলে আমীরে জামায়াত সাতক্ষীরায় পৌছলে জেলা নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেন। পরে আমীরে জামায়াত আব্দুল খালেক মন্ডল রাহিমাহুল্লাহ এর পরিবারবর্গের সাথে দেখা করেন, তাদের খোজ-খবর নেন ও স্বান্তনা প্রদান করেন। এর আগে আমীরে জামায়াত আব্দুল খালেক মন্ডল রাহিমাহুল্লাহ এর কবর জিয়ারত করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এ সময় আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৫ মাস কারাভোগের পরে মুক্তি পেয়েই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, সহযোদ্ধা সাবেক এমপি সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর, অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল রাহিমাহুল্লাহর কবর জিয়ারতে সাতক্ষীরায়র ছুটে আসেন। দীর্ঘদিন পরে আমীরে জামায়াতকে কাছে পেয়ে নেতা কর্মীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রেসবিজ্ঞপ্তি।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …