নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশে কর্তব্যরত পুলিশ সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান করলেন পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী। পুলিশ সুপারের কার্যালয়ে ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অত্র জেলায় কর্মরত ০৯ জন পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি হিসেবে ক্রেস্ট, সম্মানী অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বর্তমান যুগ আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ, উচ্চ শিক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন। সেই সাথে শুধু পরীক্ষায় ভালো ফলাফলই নয়, দেশ ও জাতির কল্যাণের জন্য নিবেদিত হয়ে ভবিষ্যতের জন্য নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিয়ে দেশের উন্নয়নের যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। মেধাবৃত্তি প্রদানকালে মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
Check Also
সাতক্ষীরায় বাগদা চিংড়ি চাষ ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরায় বাগদা চিংড়ি চাষ ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) …