আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে র‌্যাব-৮ এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে ১২টি জলদস্যু বাহিনীর ৫৪সদস্য ও তাদের পরিবারের হাতে এসব সামগ্রী উঠিয়ে দেয়া হয়। ঈদ সামগ্রী পেয়ে আপ্লুত সাবেক দস্যুরা তাদের বিরুদ্ধে পুর্বের মামলাগুলো প্রত্যাহারে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন। ঈদ সামগ্রী হিসেবে সাবেক এসব জলদস্যুর হাতে নগদ টাকাসহ চাল, ঘি, তেল, চিনি, সেমাই, গুড়া দুধ, লবন, বাদাম, কিচমিচ, দারুচিনি, পেয়াঁজ. এলাচ ও ব্যাগ উঠিয়ে দেয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব-৮ এর সহকারী এএসপি আবু হাসান, ডিএডি রিয়াজুল ইসলাম, উপপরিদর্শক প্রসেনজিৎ, ল্যান্স কর্পোলাল মাসুম, মাসুদ, সুমন, শরিফুল ও মনোরঞ্জন।
ঈদ উপহার হস্তান্তর শেষে এএসপি আবু হাসান বলেন, র‌্যাব মহাপরিচালকের পক্ষ থেকে সারা দেশের ২৭টি বাহিনীর দুইশ ৮৪ জন জলদস্যু এবং বনদস্যুকে ঈদ সামগ্রী দেয়া হচ্ছে। তবে সুন্দরবনসংলগ্ন শ্যামনগরের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মজনু, আলম, খোকা বাবু, জাহাঙ্গীর, ছোট রাজু, আলিফ, মজিদ, সিদ্দিক, আল আমিন, ডন, ছোট সামছু ও বড় ভাই বাহিনীর ৫৪ জনকে তারা সহায়তা দিয়েছেন। ২০১৮ সালে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণের পর থেকে এসব জলদস্যুরা স্বাভাবিক জীবনযাপন করছেন। এসকল বনদস্যু/জলদস্যুর বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের মামলা ব্যতিত অন্যান্য সাধারণ মামলা সহাননুভূকি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।

Please follow and like us:

Check Also

নির্বাচন সুষ্ঠু করতে যাহা কিছু করার প্রয়োজন তাই করা হবে: সাতক্ষীরায় নির্বাচন কমিশনার

শাহ জাহান আলী মিটন,  সাতক্ষীরা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।